ads
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে- সুলতান মাহমুদ রনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ২ বার পঠিত

বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি বলেছেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তাই শিশু কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এদের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ন দায়িত্ব পালনের জন্য তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার শিশু কিশোরদের মেধা বিকাশে পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই আজকের শিশুদের আগামীর জন্য নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে শিশু কিশোরদের গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান। তিনি বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শিশু ফোরামের ১৪ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। বগুড়া শিশু ফোরামের সভাপতি পুস্পা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক আলো প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আব্দুস সালাম বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও জার্নাল বিডি.২৪ এর প্রকাশক পরিমল প্রসাদ রাজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বগুড়া এডিপির ম্যানেজার এ্যাডভেন্ট টিপল্যান্ড, বগুড়া ফটো জার্নাালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক। এসময় শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু নাঈম ফেরদৌস, ফটো সাংবাদিক আল আমিন, শিশু ফোরামের হাবিবা নাসরিন, রিমন আহম্মেদ, তানভীর ইসলাম, জিসান আহম্মেদ প্রমুখ। সভা শেষে বর্ষপুর্তির কেক কাটেন অতিথিবৃন্দ। পরে ফোরামের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বগুড়া এডিপির সহযোগিতায় বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসুচি পালন করেছে বগুড়া শিশু ফোরাম। দিনব্যাপি আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য বর্ষপূতি অনুষ্ঠানে অংশগ্রহন করে বগুড়া শিশু ও ইয়ুথ ফোরামের সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102