ads
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

জাতীয় জীবপ্রযুক্তি মেলাতে ইবি শিক্ষার্থীদের জয়জয়কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ১ বার পঠিত

ইবি প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ন্যাশনাল  ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির আয়োজনে জাতীয় জীবপ্রযুক্তি মেলা ২০১৯ ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। ১৮ এবং ১৯ অক্টোবরে আয়োজিত মেলাতে অভিনব সাফল্য দেখিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

জাতীয় জীবপ্রযুক্তি মেলাতে পোষ্টার প্রদর্শনীতে ইবির ৯ জন শিক্ষার্থী সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২য় রানার্সআপ হয়েছেন চয়ন আলী।  ৩ মিনিট থিসিস প্রতিযোগিতায় সেমিফাইনাল রাউন্ডের ৯ জনের মধ্যে ইবির ২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।  ফাইনাল রাউন্ডে ইবির প্রতিনিধিত্ব করেন আনজুমানা জান্নাতি নূর, চয়ন আলী।  ফাইনাল রাউন্ডে পিপলস চয়েজ এওয়ার্ড পান চয়ন আলী।

জাতীয় জীবপ্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ নজিবুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জনাব মোঃআবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম। এসময় পুরষ্কার বিজয়ী প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট,সার্টিফিকেট সহ নগদ অর্থ প্রদান করা হয়৷

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী এই মেলায় অংশগ্রহণ করেন৷  শিক্ষকদের মাঝে প্রফেসর ড.নিলুফা আক্তার বানু,প্রফেসর ড.মোঃ মিজানুর রহমান,সহযোগী অধ্যাপক ড.আবু হেনা মোস্তফা জামাল,সহযোগী অধ্যাপক ড.মাহফিজুর রহমান উপস্থিত ছিলেন। পোস্টার প্রদর্শনী, ৩ মিনিট থিসিস, সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার পায় ইবি শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক পুরষ্কার পেয়েছেন ইবি শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.নিলুফা আক্তার বানু সকল প্রতিযোগি এবং পুরষ্কার বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষক, শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102