ads
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

খোকার মরদেহ দেশে আনতে সরকারের কোনো অসহযোগিতা থাকবে না; কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ০ বার পঠিত

অবিভক্ত ঢাকা সিটির সবশেষ মেয়র এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সরকারের কোনো অসহযোগিতা থাকবে না।

বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সরকারের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক জানিয়ে এ কথা জানান ওবায়দুল কাদের।

আজ সোমবার, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘তাঁর পরিবার যদি তাঁকে আনতে চান তাহলে ওখানে সরকারিভাবে কোনো সমস্যা না হলে আমাদের তরফ থেকে কোনও অসুবিধা নেই। এমনকি এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমে কাছে বিষয়টি জানিয়েছেন।’ আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সরকারেরই বক্তব্য।

অবিভক্ত ঢাকা সিটির সবশেষ মেয়র সাদেক হোসেন খোকা ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খোকা ২০০২ সালে ঢাকা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন। সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন বিএনপির এ সিনিয়র নেতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102