কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।
২ মার্চ সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম এ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু এ ঘোষণা করেন। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। উদ্বোধক ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মন্ডল।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, সাহাবুদ্দিন ফরাজী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, মহিলা এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব সামিউল হক লিটন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ।
আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।