ads
বুধবার, ২২ মে ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

‘ছবিগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় মনে পড়ে ফাহিম কে ছিল’

রিপোর্টারের নাম
 • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
 • ০ বার পঠিত

আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছেন নিউইয়র্কে খুন হওয়া পাঠাওয়ের সহ প্রতিষ্ঠান ফাহিম সালেহর বোন রুবী অঞ্জেলা সালেহ।

হত্যাকাণ্ডের এক মাস পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে প্রথমবারের মতো দেয়া ওই ভিডিও বার্তায় রুবী সালেহ ভাইয়ের হত্যার বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

ভিডিও বার্তায় রুবী ভাইয়ের মৃত্যুতে তাদের পরিবারের ভেঙে পড়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, জীবন আর কখনো আনন্দের হবে না।

রুবী বলেন, তুমি যদি কোনো ভাইয়ের বোন হয়ে থাকো, যখনই দেখা হবে জড়িয়ে ধরো। শক্ত করে জড়িয়ে ধরো, যতক্ষণ পারো। আমি তা-ই চাই, যখন আমি ফাহিম সালেহর সাজিয়ে রাখা ছবিগুলো দেখি। আমি তো আর কখনো তা করতে পারব না!

গত ১৩ জুলাই ফাহিম সালেহর হত্যাকাণ্ডের খবর পাওয়ার ঘটনা উল্লেখ করতে গিয়ে রুবী সালেহ বলেন, ১৪ জুলাই সকাল ১০টা ৪৭ মিনিটে যখন আমার ফোন বেজে ওঠে, তখনো আমি ছিলাম বিছানায়।

তিনি জানান, এই ফোনটি ছিল তার এক আত্মীয়র। তিনি ভয়াবহ দুঃসংবাদ দেওয়ার অপেক্ষায় ছিলেন। ফোনে তিনি যখন বলেন যে, একটি দুঃসংবাদ আছে, তখনো রুবী ধারণা করতে পারেননি যে ঠিক কী শুনতে যাচ্ছেন তিনি। ভেবেছিলেন, তার মা-বাবা বা পরিবারের কারও হয়তো কোভিড-১৯ হয়েছে। এই ভেবেই তিনি শঙ্কিত হন। কিন্তু যখন শোনেন যে দুঃসংবাদটি তার ভাই ফাহিম সালেহ–সম্পর্কিত, তখন তিনি স্তম্ভিত হয়ে যান।

রুবী সালেহর কথায়, কী করে আমার স্বাস্থ্যবান, তারুণ্যে ভারা সৃষ্টিশীল ও সুন্দর ৩৩ বছর বয়সী ভাই আমাদের মধ্যে না থাকতে পারে?

রুবী বলেন, তারা কথা বলছিল আমার ছোট ভাই সম্পর্কে। আমার ফাহিম, যাকে আমার মা-বাবা আমার আট বছর বয়সে থাকতে হাসপাতাল থেকে কম্বলে জড়িয়ে নিয়ে এসেছিলেন। ফাহিমের সঙ্গে আমি বেড়ে উঠেছি। একজন বোন নয়, একজন মায়ের মতো করে। তাকে আমি খাইয়েছি, তাকে গোসল করিয়েছি, তার ডায়াপার বদলে দিয়েছি।…আর আজ তিরিশ বছর পর আমার কাছে খবর এল যে ফাহিমের খণ্ডিত দেহ গার্বেজ ব্যাগে পাওয়া গেছে, যেন তার জীবনের কোনো মূল্যই নেই।

ছেলের স্মৃতি ধরে রাখতে ঘরের ফায়ারপ্লেসের সামনে ফাহিম সালেহর ছবি রেখে দিয়েছেন তার বাবা। রুবী বলেন, ছবিগুলোর পাশ দিয়ে যাওয়া-আসার সময় মনে পড়ে ফাহিম সালেহ আসলে কে ছিল। মনে পড়ে, সে আজ আমাদের মধ্যে আর নেই!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫২
 • ১১:৫৮
 • ১৬:৩৩
 • ১৮:৪০
 • ২০:০৩
 • ৫:১৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102