খেলাধুলা শেষে গোসল করতে নেমে কুমিল্লায় একটি মাছের ঘেরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) ও বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খেলাধুলা শেষে সন্ধ্যায় ইসমাইল ও রোজা বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রাত ৮ টার দিকে মাছের ঘেরের পাশে তাদের জামা-কাপড় দেখতে পান স্বজনরা। কিছুক্ষণ পর ইসমাইলের মরদেহ ভেসে উঠলেও রোজাকে খুঁজে পায়নি।
একপর্যায়ে স্থানীয়রা ওই মাছের ঘেরে দফায় দফায় জাল দিয়ে রাত সাড়ে ১০টার দিকে রোজার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে ভীড় জমান।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।