দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান, সৃষ্টি বার্তার প্রকাশক ও সৃষ্টি ডেইরি এন্ড এগ্রো ফার্মের ব্যবস্থাপণা পরিচালক আনোয়ার-ই-তাসলিমা।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘সবাইকে আমার স্বশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। বছর ঘুরে ফের আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদ মোবারক। আজ কোরবানির ঈদ। কোরবানি অর্থ ত্যাগ। সকল হিংসা, অহংকার, স্বার্থপরতা ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের ত্যাগের মহিমায় কোরবানির ঈদ স্ব উজ্জ্বল হয়ে ওঠুক।’
‘ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে কাজ করে যাবো। কোনভাবেই কারর অধিকার হনন করা যাবে না। মানবাধিকার লংগন নয়, সবসময় মানবাধিকার রক্ষা করতে কাজ করতে হবে। সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিবো। সমাজের পিছিয়ে পড়া লোকদের এগিয়ে নিতে সম্মিলিত সহযোগিতা করতে হবে’