বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর সন্ত্রাসীদের হামলায় ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
সুমন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানাধীন মনসুরাবাদ এলাকায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
সুমন আরো জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারাল কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় দোকানের পাশেই দাঁড়িয়ে ছিলেন সুমন ও শুভ।
তারা বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন সুমন মাতবর নামে এক হামলাকারী।
চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে তার মাথায় আঘাত করে। ফেরাতে গেলে কাঁচি তার হাতে ঢুকে যায়। এ সময় সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরও হামলা চালানো হয়।
এই ঘটনায় মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন।