এরই মধ্যে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। হুট করেই লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন শরিফুল ইসলাম। সরাসরি চুক্তিতে বাংলাদেশি এই পেসারকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফ্যালকনস।
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয় আগেই যোগ দিয়েছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগে। এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছেন মোস্তাফিজ আর হৃদয়। তাসকিনের অবশ্য প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি।
এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক পেসার শরিফুল ইসলাম। আজ বুধবার দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়ার কথা তার।
ক্যান্ডি ফ্যালকনসে ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে খেলবেন শরিফুল। এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমন্থ চামিরা, দাসুন শানাকার মতো ক্রিকেটাররা।