ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম পুনরায় নিয়োগপ্রাপ্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইজিপিকে আজ শুক্রবার (৫ জুলাই ২০২৪ খ্রি.) মিন্টো রোডের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার (৫ জুলাই ২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুনরায় এক বছরের মেয়াদ বাড়ানো হয়।
উল্লেখ্য, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে দেড় বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই।
ডিএমপি নিউজ