বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন।
নবগঠিত এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
শপথ নেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমাদের আলোচনা হবে। সকলের সহযোগিতার ভিত্তিতে জনগণ যতদিন চাইবে, জনগণ যেদিকে বলবে, সেদিকেই এই সরকার ধাবিত হবে।
নাহিদ বলেন, বাংলাদেশ তারুণ্যের হাতে থাকলে বাংলাদেশ পথ হারাবে না। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন।
রাষ্ট্র সংষ্কার বিষয়ে তিনি বলেন, আমরা সেবা দিতেই এখানে এসেছি, আমাদের প্রতিশ্রুতি পূরণ করতেই এসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্য দূর করেছে। এখন রাষ্ট্র ও সমাজে বৈষম্য দূর করে সাম্য-ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।