ads
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

ঠাকুরগাঁও-পঞ্চগড় সীমান্তে কোনো হামলার ঘটনা নেই: সেক্টর কমান্ডার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৪ বার পঠিত

দেশের বিরাজমান পরিস্থিতির কারণে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার সীমান্তবর্তী বেশকিছু এলাকার সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এ কারণে তারা বিজিবি ক্যাম্পের আশপাশে আশ্রয় নিয়েছিল।

তবে বিজিবির সার্বক্ষণিক টহলের কারণে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এ এলাকায় কোনো ধরনের হামলার ঘটনা নেই।
শনিবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়া সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সেক্টর কমান্ডার কর্নেল মো. তৌহিদুর রহমান পিএসসি। সেখানেই তিনি এ কথা জানান।

আলোয়া খাওয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপ চন্দ্র সিংহ বলেন, বর্তমানে আমরা বিজিবির সহযোগিতা পাচ্ছি। এলাকায় আতঙ্ক ছিল, তবে কোনো হামলার ঘটনা নেই। এখন সবাই স্বস্তিতে আছে।

স্থানীয় বাসিন্দা চিত্রানী রানী বলেন, আমাদের এই এলাকা একেবারে শান্ত। আমাদের এলাকায় কারো বাড়িঘরে আগুন দেওয়া বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শুনতেছি দূরে কোথায় জানি হামলা হচ্ছে। আমাদের এলাকার কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যেতে চায়নি।

তিনি আরও বলেন, এই দেশেতে আমার জন্ম হয়েছে, এই দেশেতেই বড় হয়েছি, এই দেশেই মরবো। আমরা দেশ ছেড়ে ভারত যাব না। আমাদের এখানে কোনো ধরনের সমস্যা নাই। আমরা এখানে এখন পর্যন্ত শান্তিতেই আছি। তবে শুনেছি দেশের অবস্থা না কি ভালো না।

৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সেক্টর কমান্ডার কর্নেল মো. তৌহিদুর রহমান পিএসসি বলেন, সীমান্ত ঘেঁষে বসবাসরত মানুষদের সঙ্গে আমরা দেখা করেছি। তারা একেবারে নিরাপদে রয়েছেন। তারা বিভিন্ন জায়গার কিছু ঘটনার কথা শোনায় কিছুটা আতঙ্কে ছিলেন। সে কারণে তারা আমাদের ক্যাম্পের আশপাশে অবস্থান নিয়েছিলেন। বিজিবি এর আগেও সীমান্তের মানুষের পাশে ছিল এখনও আছে আগামীতেও থাকবে। জনগণের পাশে সবসময় আমরা ছিলাম। বর্তমানে সীমান্ত একেবারে শান্ত রয়েছে। মানুষের জান-মাল রক্ষার্থে দিন রাত আমাদের পক্ষ থেকে টহল অব্যাহত রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ, সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102