বরগুনার বামনায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটে। তার নাম হাসান (২৫)।
শনিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা সদরের সোনালী ফায়ার সার্ভিস-সংলগ্ন চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত মিলা জানান, বামনা উপজেলার চাড়াখালী নিবাসী মিরাজ সিকদারের মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একই এলাকার মো: খলিলের ছেলে হাসান (২৫) নামের এক বখাটে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বামনা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার করে।
আহতর বাবা মিরাজ সিকদার জানান, তার মেয়ে বাসা থেকে দুপুর ২টার দিকে প্রাইভেট পড়তে বের হলে কোনো কিছু বোঝার আগেই হঠাৎ এসে বখাটে হাসান এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, এ ঘটনায় স্থানীয়রা তার বাবাকে থানা হেফাজতে দিয়েছেন। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।