ads
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

সাকিব আল হাসানের পরকীয়া প্রেমের গুঞ্জন, স্ত্রী শিশিরের ‘না’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৯ বার পঠিত

সাকিব আল হাসানের ওপর দিয়ে বুধবার রাতভর যেন ঝড় বয়ে গেছে! সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব ছিল তার পরকীয়ার প্রেমের গুঞ্জনে। অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে রীতিমতো তুলোধুনো করা হয়েছে তাকে।

এমনকি শিশিরের সাথে তার বিচ্ছেদের খবরও রটে!

যদিও রাত শেষ হতেই (বৃহস্পতবার) দীর্ঘ এক স্ট্যাটাসে বিষয়টি অস্বীকার করেছেন সাকিব পত্নী। বিষয়টাকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি ভালো আছেন, তাদের সম্পর্কও ভালো আর দৃঢ় আছে। স্পষ্টই বলেছেন, সাকিব একজন অসাধারণ স্বামী ও বাবা।

ঘটনার সূত্রপাত বুধবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ক্লিপ থেকে। যেখানে তার সাথে দেখা গিয়েছে অন্য এক নারীকে। ধারণা করা হচ্ছে, ভিডিওতে থাকা সেই নারী সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল।

সেই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে ক্রিকেট মহলে। এই সময় স্ত্রী উম্মে শিশিরের সাথেও বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উঠে। সেই শঙ্কা অবশ্য আরো বাড়ে শিশিরের কারণেই। সাকিব আল হাসানের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অনেক ছবিই ডিলেট করে দেন তিনি।

যদিও সকাল হতেই দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি অস্বীকার করে শিশির লিখেন, ‘আপনার হয়ত তাকে নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা।’

তার প্রতি সাকিবের ভালোবাসার প্রমাণ রাখতে গিয়ে শিশির লিখেন, ‘সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না, যা আমাকে আঘাত করে। সে এমনই একজন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’

‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সাথেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সাথে আলাপ হয়েছিল, সে এখনো সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

এরপরেই শিশির অনুরোধ জানান এসব গুঞ্জন না ছড়াতে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না। শিশিরের বক্তব্য, ‘যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই, এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে।’

‘কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইনশা আল্লাহ।’

দীর্ঘ এই স্ট্যাটাসের সাথে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন সাকিবপত্নী। সেই সাথে লিখেছেন ছবি মুছে দেয়ার কারণ, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’

অবশ্য সাকিব আল হাসান এখনো এই নিয়ে মুখ খুলেননি। মেজর লিগ ও গ্লোবাল লিগ টি-টোয়েন্টির ব্যস্ততা শেষে সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন পাকিস্তানে। মঙ্গলবার রাতে সেখানে পৌঁছে বুধবার টেস্ট সিরিজ খেলতে যাওয়া জাতীয় দলের সাথে অনুশীলনও করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন নিয়ে নীরব অবস্থান থাকায় খানিকটা চাপ এমনিই আছে সাকিবের ওপর। ভক্ত-সমর্থকরাও হয়ে আছেন নিরাশ। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে ক্রিকেটই হতে পারে তার বড় মাধ্যম। তবে গত রাতের ঘটনায় নতুন করে কিছুটা ধাক্কা খেতে পারেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102