শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. একিউএম মাহবুব ও উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. সৈয়দ সামচুল আলম।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগে বাধ্য হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি মোবাইল ফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে প্রোভিসিসহ অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যান।
ভিসি ও প্রোভিসি মঙ্গলবার অফিসে এলে তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এর একপর্যায়ে তারা পদত্যাগে বাধ্য হন।