নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বেসরকারি আদর হসপিটালের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন আদর হসপিটালের ফার্মেসিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডে ২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন আদর হসপিটালের ফার্মেসির নিচে অবস্থিত সেপটিক ট্যাংক হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এতে ওই ওষুধের দোকানটি পুরো লন্ডভন্ড হয়ে যায়। এসময় ফার্মেসিতে কর্মরত তিন কর্মচারী দগ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।