ads
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদিকে আসামি করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলায় আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি।

মামলায় আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর (মাইটিভির মালিক) নামও রয়েছে।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই হত্যা মামলার বাদি মো. জয়নাল আবেদীন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী (মাইটিভির মালিক) ২২ নম্বর আসামি। এ হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ১৬:২৩
  • ১৮:১১
  • ১৯:২৫
  • ৫:৪২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102