গাজীপুরের শ্রীপুরে গাজীপুর জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ থাকায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মশিউর রহমান নয়েছ ও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এমএ গণি মৈশালকে বিএনপির সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মশিউর রহমান নয়েছ একইসঙ্গে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং এসএম গণি মৈশাল গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।