ads
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

ইসরাইলে আরও বড় হামলার হুমকি খামেনির

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার পঠিত

লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্রাহকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাতে আকস্মিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এবার ইসরাইলে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরান। নিজের এক্স হ্যান্ডেল থেকে করা এক পোস্টে এমন হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

হিব্রু ভাষায় করা ওই পোস্টে খামেনি লেখেন, ইহুদিবাদী শাসকের জীর্ণ ও ক্ষয়িষ্ণু দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরও শক্তিশালী ও বেদনাদায়ক হবে।

এর আগে ইরানের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বার্তায় ইরানের শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই ইসরাইলে হামলা চালায় ইরান। অবশ্য ইরানি হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানিয়েছেন, যারাই তাদের আঘাত করবে, তাদের পাল্টা আঘাত করা হবে।

মঙ্গলবার রাতে প্রায় ১৮০টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরাইলে হামলা চালায় তেহরান। আকস্মিক এ হামলায় ইসরাইলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে ইরানে বেশ কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিল তেহরান।

লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার তার এক ঝলক দেখালো তেহরান। যদিও ইরান থেকে ইসরাইলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার সম্ভাব্য খবর আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। দিয়েছিল সরাসরি হুমকি। কিন্তু তা সত্ত্বেও ইসরাইলি বিভিন্ন টার্গেটে হামলা চালায় ইরান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102