ads
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

পুরুষ আইনজীবীকে অপহরণের অভিযোগে নারী আইনজীবী কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১১ বার পঠিত

কিশোরগঞ্জে পুরুষ আইনজীবীকে অপহরণের অভিযোগে শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ২ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম ওই নারী আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের জিআরও নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিচারকের নির্দেশের পরই শিক্ষানবিশ ওই নারী আইনজীবীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল নামের এক আইনজীবী, তাকে অপহরণের অভিযোগ এনে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন।

ওই নারী আইনজীবী ছাড়া বাকি তিন আসামি হলেন- তার বড় ভাই মো. রানা, প্রতিবেশী মো. সাফায়েত ও ইসফাম।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বাদী অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল অভিযোগ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলে আসার সময় জেলা জজ আদালতের মূল গেইটের সামনে থেকে আসামিরা মোস্তফা আলমকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তাকে গাইটাল শ্রীনগর এলাকার ওই নারী আইনজীবীর বাসায় নিয়ে আটকে রাখেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘণ্টাখানেক পর সেখান থেকে মোস্তফা আলম হিমেলকে উদ্ধার করে। উদ্ধারের পর অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল অপহরণের অভিযোগে ওই নারী সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ১৫:৫৬
  • ১৭:৩৬
  • ১৮:৫৩
  • ৬:৪৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102