ঢাকা থেকে নবজাতকের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে গ্রামে ফিরছিলেন মা-সহ একই পরিবারের ছয়জন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ছয়জনকেও হতে হলো লাশ। বাস-কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান তারা।
বুধবার বিকেলে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার পরপরই থেমে থাকা কাভার্ডভ্যানটিকে পেছন থেকে এমএম পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন।
উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ৬ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন এক নারী। দুইদিন পর নবজাতকটি মারা যায়। বুধবার সকালে অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ঝালকাঠিতে ফিরছিলেন মা-সহ একই পরিবারের ছয়জন। বিকেলে উপজেলার আটিপাড়া এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ছয়জনই নিহত হন।