রাজধানীর কোতোয়ালি থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।
কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হেলাল উদ্দিন গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডের আবেদন করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। ওই দিন আদালত আসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
জিআরও বলেন, মঙ্গলবার রিমান্ড শুনানির দিন আসলাম চৌধুরীকে আদালতে হাজির করে পুলিশ। এরপরে তাঁর পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন বাতিল করে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলাম ও অন্যান্য দল হরতালের ডাক দেয়। এর সমর্থনে ওই বছরের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার জামে মসজিদের সামনে থেকে দলের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে তারা সরকার ও শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই এরশাদ হোসেন ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি থানায় মামলা করেন