ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

সাভারে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৮ জনকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৯ বার পঠিত

সাভারে মাদক ব্যবসায় বাধা দেয়ায় জাহাঙ্গীর আলম নামে এক যুবককে কুপিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এসময় ওই যুবককে উদ্ধার করতে গেলে নারীসহ আরও ৭ জনকে পিটিয়ে আহত করে তারা।

আজ শনিবার ভোরে সাভারের আশুলিয়ার চানগাও এলাকায় এ ঘটনা ঘটে।

মাদক ব্যবসায়ীদের হামলায় আহতরা হলেন- হেলাল ভূঁইয়া, ববিতা, রিপন, আকলিমা, কালু মন্ডলসহ আরও দুই জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, আশুলিয়ার চানগাও এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছেন সোহেল মন্ডল নামে এক মাদক ব্যবসায়ী। আজ ভোরে তাকে মাদক বিক্রি করতে নিষেধ করে জাহাঙ্গীর আলম। এতে সোহেল ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে কুপিয়ে হাত ও পা ভেঙে দেন। এসময় তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে মাদক ব্যবসায়ী সোহেল ও তার সহযোগীরা। এসময় তারা দুইটি মোবাইল ফোন ও দেড় হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও মাদক ব্যবসায়ীদের আটক করতে পারেনি।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় চানগাও এলাকার সোহেল মন্ডল প্রকাশ্যে মাদক বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পাশাপাশি মাদকের মাধ্যমে এলাকার যুব-সমাজকে ধ্বংস করছে। অবিলম্বে মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

এ ব্যাপারে আশুলিয়ার থানার এসআই সুদীপ শাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তারা মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। মাদক বেচা-কেনা সম্পূর্ণ বন্ধ না হলেও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102