পিকে হালদারের পালানো ইস্যুতে ইমিগ্রেশনের দেয়া তথ্য সঠিক নয় বলে হাইকোর্টকে লিখিতভাবে জানিয়েছে দুদক। যথাসময়েই দু মাধ্যমে চিঠি পাঠানো হয়েছিলো বলে জানায় দুদক।
সোমবার (১৫ মার্চ) সকালে দুদকের পক্ষ থেকে লিখিত সে চিঠিতে বলা হয়, ২২ অক্টোবর ২০১৯ সালে পিকে হালদারসহ ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে চিঠি ইস্যু হয়। পরদিন ২৩ অক্টোবর সকালবেলা সাড়ে ১০টায় পাঠানো হয়। যা ইমিগ্রেশন গ্রহণ করে।
এরআগে, ইমিগ্রেশন বিভাগ জানিয়েছিলো দুদক চিঠি দেরিতে পাঠানোয় পি কে হালদার পালিয়ে যায়। এ রিপোর্টের উপর শুনানি হওয়ার কথা রয়েছে আজ।
এদিকে পিকে হালদার পালানোর সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশের তালিকা হাইকোর্টকে দাখিল করেছেন আইজিপি ।