এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। নাটক ও বিজ্ঞাপনে সব জায়গাতেই পদচারণা ছিলো তার। ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রেও বাজিমাত করেছিলেন তিনি।
ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মিডিয়া ছেড়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে দুই মেয়ে রাবিয়া আলম ও আরিশা আলমকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন শ্রাবন্তী।
সম্প্রতি মেয়েদের সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন তিনি। তবে স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে ডিভোর্স হয়েছে তার। এখন সিঙ্গেল মাদার হয়েই দিন কাটছে এই অভিনেত্রীর।
সিঙ্গেল মাদার হিসেবে কেমন যাচ্ছে তার দিনকাল এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, আমি দীর্ঘদিন ধরেই আমেরিকাতে বসবাস করি। সেখানে আমরা তিনজন ছাড়া তো আর কেউ নেই। তাদের ঘিরেই আমার সময় কাটে।
প্রবাসে সিঙ্গেল মাদার হিসেবে চ্যালেঞ্জ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, সবকিছু একা করতে হয়। আমি ওদের মা আমিই বাবা। তাদের দেখাশোনা, পড়াশোনা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। ওয়ালমার্টে কাজ নিয়েছিলাম, কিন্তু ভালো না লাগায় ছেড়ে দিয়েছি। মেডিকেল সহকারীর স্বল্পমেয়াদী একটি কোর্স শেষ করলাম। করোনা গেলে কাজে যোগ দেয়ার ইচ্ছা আছে।