পিকে হালদারের দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগে ওয়াকামা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে দুদক। তাকে দুদক কার্যালয়ে আনা হচ্ছে।
এর আগে, পি কে হালদারের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা দায়ের করে দুদক। এসব মামলায় পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল, ভারপ্রাপ্ত এমডি আবেদ হোসেনসহ মোট ৩৭ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যাচাই-বাছাই ছাড়া ৱ পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানকে ৪৩৪ কোটি টাকা ভুয়া ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
দুদক সূত্র জানায়, যে পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে সেগুলো হলো, লিপরো ইন্টারন্যাশনাল লিমিটেড, আর বি এন্টারপ্রাইজ, ওকায়ামা লিমিটেড, ইমেক্সো ও কনিকা এন্টারপ্রাইজ।