ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে নেয়া হয়েছে। পি কে হালদারের অর্থ আত্মাসাতে সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে।
৮৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাত মামলার আসামি হিসেবে তার নাম রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমানবন্দর দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন শুভ্রা রানী ঘোষ। এর আগে ১৩ জানুয়ারি পি কে হালদারের আরেক সহযোগী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুদক।
পি কে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় ৪২ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলো দুদক। তাদের মধ্যে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।