ads
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম

ধোবাউড়ায় ধর্ষণের ৫ মাস পর ধর্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু ধর্ষণের ঘটনায় দীর্ঘ পাঁচমাস পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের অক্টোবরে এই ধর্ষণের ঘটনা ঘটে এবং সেদিনই কিশোরীর মা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।

পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ১৩ বছরের এক কিশোরী কলসিন্দুর বাজারে একটি দোকানে খাদ্য সামগ্রী কিনতে গেলে দোকানদার দেলোয়ার হোসেন (৬৪) শিশুটিকে কৌশলে দোকানের পেছনে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার পরিবারের কাছে ধর্ষনের চিত্র তুলে ধরে। ওইদিনই কিশোরীর মা বাদী হয়ে দোকানদার দেলোয়ার হোসেনকে আসামী করে ধোবাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এই ঘটনার পর থেকে আসামী দেলোয়ার পলাতক ছিল।

এরপর থেকে পুলিশ একাধিকবার তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। গত ২১ মার্চ রাতে তাকে ধোবাউড়া উপজেলা সদর এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102