ads
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

পরিধি কমছে ব্রিটিশ সেনাবহরের, বাড়ছে আধুনিক সমরাস্ত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৬ বার পঠিত

২০২৫ সালের মধ্যে কমানো হচ্ছে ব্রিটিশ সেনাবহরের পরিধি। উল্টো আধুনিক সমরাস্ত্র, ড্রোন ও রোবটের ব্যবহার বৃদ্ধি করা হবে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জানানো হয়, বর্তমান সংখ্যা সাড়ে ৭৬ হাজার থেকে কাটছাঁটের মাধ্যমে ৪ হাজার সেনাসদস্যকে অব্যাহতি দেওয়া হবে। তাদের প্রায় সবারই চাকরির বয়সসীমা শেষ হবে সেসময়।

প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, আধুনিক রণাঙ্গনে সেনাবাহিনী এখন কেবলই একটি সংখ্যা। বরং যে দেশের যতবেশি রোবট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে- তারাই শক্তিশালী। এজন্য আগামী চারবছরে সামরিক খাতে ২৪ বিলিয়ন ইউরোর তহবিল বাড়ানো হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের মধ্যে সামরিক বাহিনীর সাড়ে ৭৬ হাজার সদস্য থেকে কাটছাঁটের মাধ্যমে সাড়ে ৭২ হাজারে নামিয়ে আনা হবে। বাহিনীতে প্রযুক্তি ও রোবটের ব্যবহার বাড়ালে প্রয়োজন পড়বে কমসংখ্যক সেনার। বরং বিদ্যমান সদস্যদের আরও বেশি শক্তিশালী-কর্মক্ষম করার ওপর জোর দিবে ব্রিটেন। কারণ বৈশ্বিক কর্মকাণ্ডে আমাদের সেনাবাহিনীকে আরও যুক্ত করতে চাই। কোনও রণাঙ্গনে তাদের প্রয়োজন পরলে সেখানেও পাঠাতে প্রস্তুত ব্রিটেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102