ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম

বগুড়ায় সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫৬ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা শাখার উদ্যোগে পালন করা হয়েছে ২৬শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। শুক্রবার সকালে শহরের শহীদ খোকন পার্কে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরবর্তীতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করেন সংস্থার নেতৃবৃন্দ।

সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই তাসলিমা প্রথা এবং ভাইস চেয়ারম্যান যথাক্রমে ইঞ্জিনিয়ার মো: ওয়ালী উল্লাহ্ ও শাহাদৎ হোসেন মুন্নার দিক-নির্দেশনায় শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভাসহ স্বাধীনতা দিবসের কর্মসূচীতে নেতৃত্বে ছিলেন সংস্থার জেলা শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজ এবং সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ যথাক্রমে অতুল কুমার সাহা, সাংবাদিক ও যুব সংগঠক সঞ্জু রায়, বিশিষ্ট ব্যবসায়ী শেখর রায়, রিজু মোল্লা, আমিনুর রহমান সাগর, সুদেব কুমার দাস, পাপ্পু কুন্ডু, সজল শেখ, শান্ত দাস, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হাসান চমক, অরণ্য তপু, নিবির দাস দীপ্ত, রণি আহম্মেদ সৈকত, পল্টন কুমার দাস প্রমুখ।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের জন্যে জীবন দেওয়া সকল বীর সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102