ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ৩০ বিক্ষোভকারীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা ৩০ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া এদিন অপ্রাপ্তবয়ষ্ক এক আসামিকে কিশোর সংশোধানাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের জিআর শাখা থেকে জানানো হয়, মামলার তদন্ত কর্মকর্তা ৩১ আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩০ আসামির প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এক কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিমাণ্ডকৃতরা হলেন- মো.জাহিদ, ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, লিমন ফকির, সালাহ উদ্দীন, মো. নাইম, আরিয়ান রিপন, মো. আব্দুর রউফ, আসাদুজ্জামান, আজাহরুল ইসলাম, মোস্তাক আহমেদ, মিজানুর রহমান, সোহেল মৃধা, আজিম, আবদুল্লাহ আল মাহমুদ, মো. সোহেল, খায়রুল কবির, ফরিদ, সবুজ হোসেন, গোলাম তানভীর, হেমায়েত, মেহেদী হাসান, ইসমাইল, রেজাউল করিমের, মোন্তাজুল, কাজী মাহমুদ, মাহমুদুল হাসান ও রুহুল আমিন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার বাংলাদেশ সফর এসেছেন।
মোদির এই সফরের বিরোধিতা করে গত বেশ কয়েকদিন ধরেই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ছাত্র ও যুব অধিকার পরিষদ, বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোটসহ বিভিন্ন ইসলামি সংগঠন লাগাতার বিক্ষোভ করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ছাত্র ও যুব অধিকার পরিষদ রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে গেলে পুলিশের সঙ্গে সংঘের্ষের ঘটনা ঘটে। এ সময় সৃষ্ট ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাত পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়। এর মধ্যে চার পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।