ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাকার যেসব স্থানে পাওয়া যাবে টিসিবির পণ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬৪ বার পঠিত

আর মাত্র কয়েকদিন পরেই রমজান। এরই মধ্যে বাজারে বাড়তে শুরু করেছে সব রকম পণ্যের দাম। রমজানকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশব্যাপী ৫০০টি ট্রাকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

ঢাকাসহ জেলা সদর ও উপজেলাসহ সারাদেশে ডিলারদের মাধ্যমে আগামী ৬ মে পর্যন্ত ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম চলবে। বুধবার (৩১ মার্চ) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ জেলা সদর ও উপজেলাসহ দেশব্যাপী ডিলারদের মাধ্যমে প্রতি ট্রাকে ৮০০ থেকে ১২ কেজি চিনি বিক্রি হবে। প্রতি কেজি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি সর্বোচ্চ ৪ কেজি চিনি বিক্রি করা হবে। ৬০০ থেকে ৭০০ কেজি মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি সর্বোচ্চ ২ কেজি, ১২০০ থেকে ১৫০০ লিটার সয়াবিন তেল প্রতি কেজি ১০০ টাকা দরে ভোক্তা প্রতি সর্বোচ্চ ৫ লিটার, ৪০০ থেকে এক হাজার কেজি ছোলা প্রতি কেজি ৫৫ টাকা করে ভোক্তা প্রতি সর্বোচ্চ ৩ কেজি, ১০০ কেজি খেজুর প্রতি কেজি ৮০ টাকা দরে ভোক্তা প্রতি সর্বোচ্চ এক কেজি এবং ৩০০ থেকে এক হাজার কেজি পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি করা হবে। তবে খেজুর পাওয়া যাবে রমজানের ৫ থেকে ৬ দিন আগে।

ঢাকা শহরে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির সম্ভাব্য স্থানগুলো হলে: কামরাঙ্গীচর, লোহার পুল, প্রেসক্লাব, বাবুবাজার, শ্যামলী ওভারব্রিজ, জিগাতলা, মৌচাক দেশ টিভির সামনে, সিপাইবাগ বাজার, জুড়াইন বাজার, সেগুনবাগিচা, উত্তরা বাংলাদেশ মেডিক্যাল, কালশি মোড়, বনশ্রী বাজার, ফার্মগেইট খাসার বাড়ি, কারওয়ান বাজার, মিরপুর-১ কাঁচাবাজার, ডিসি অফিস, শিকদার মেডিক্যাল, মিরপুর কর্মাস কলেজ, আজিমপুর ছাপড়া মসজিদ, মহাখালী ৭ তলা বস্তি, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, দয়াগঞ্জ স্টাফ কোয়ার্টার, নিউমার্কেট, আজমপুর বাজার, আশকোনা হাজী ক্যাম্প, সোয়ারীঘাট, পলাশনগর জামে মসজিদ, বাসাবো বাজার, উত্তরা ১২ খালপাড়, কচুখেত রজনীগন্ধা মার্কেট, শনিরআখড়া, রায়ের বাজার, বছিলা র্যা ব অফিস, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, গুলশান-১, ইপিজেড, শাহবাগ বারডেমের পাশে, সাতারকুল বাজার, বাইপাইল, আশুলিয়া, মিরপুর-৭ মিল্কভিটা, খিলক্ষেত বটতলা, গোড়ান বাজার, টঙ্গী কাঁচাবাজার, গেন্ডারিয়া থানা, বাংলাদেশ ব্যাংক, শান্তিনগর বাজার, কল্যাণপুর, যাত্রাবাড়ী বাজার, হাতিরপুল বাজার, সচিবালয় ৩ নং গেট, মুগদা মেডিক্যালসহ মোট ১০০টি জায়গায় ট্রাকে করে পণ্য বিক্রি করবে টিসিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102