প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করার মধ্যেই যেন তৃপ্তি। এবার ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে গিয়ে ভ্রু কেটে ফেললেন। ভ্রু কাটার পর যেই নয়া লুক মাহি সেট করেছেন সেই ছবি নিজের ফেসবুক ও পেজে প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, আয় হায় করসি কি আমি! কেমন লাগে? ছবিতে দেখা যাচ্ছে তার ভ্রুর কোণায় স্টাইল করে কাঁটা। নিজেকে এই লুকে কেমন লাগছে, তা ভক্তদের কাছে জানতেও চান ‘পোড়ামন’-খ্যাত নায়িকা। তবে এই লুক তিনি কেনো নিয়েছেন, নতুন কোনো নতুন সিনেমার জন্য কিনা, সেটি জানাননি। মাহিয়া মাহি ব্যতিক্রমী সব কান্ডের জন্য ভক্তদের কাছে আলাদা কদর পান। কিছুদিন আগে একসঙ্গে একশ বাঁধাকপি কিনে সবাইকে চমকে দেন তিনি।
গাড়ি ভর্তি করে বাঁধাকপিগুলো নিজের গ্রামের বাড়িতে নিয়ে যান।