করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রবীণ অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। করোনাভাইরাস শনাক্তের পর গতকাল রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার ছোট মেয়ে নাতাশা হায়াত।
নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ জানান, তার শ্বশুরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাকে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে।