আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা মা হতে যাচ্ছেন। অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। নাবিলা বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী জুলাইতে আমাদের ঘরে নতুন অতিথি আসছে।
সুখবরটি জানানোর পাশাপাশি সবাইকে করোনার এই সময়ের নিরাপদে ও সামাজিক দূরত্ব মেনে চলারও অনুরোধ করেন নাবিলা।
২০১৮ সালের জুলাই মাসে জোবাইদুল হক রিম নামে এক ব্যাংকারকে বিয়ে করেন নাবিলা। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে হয় তাদের বিয়ের আয়োজন। অনুষ্ঠানে নাবিলার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমের বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা।