ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাকা মেডিকেলে মাতৃহীন মমত্বে সময় কাটছে বিমানবন্দরে পাওয়া শিশুটির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৮ বার পঠিত

ঢাকা মেডিকেলে মাতৃহীন মমত্বে কাটছে বিমানবন্দরে থেকে পাওয়া ৮ মাসের শিশুটির সময়। হালকা একটু ঠাণ্ডা লেগেছে। তবে সেটি গুরুতর কিছু নয়। দুদিনেও মেলেনি তার মায়ের খোঁজ। আজও পুলিশ জানিয়েছে, শিশুটিকে দত্তক নিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।

ঢাকা মেডিকেলে ২০৭ নম্বর ওয়ার্ড। সব বেডেই ভর্তি শিশুরা। তবে ৮ মাসের অবুঝ শিশুটি অন্যদের চেয়ে আলাদা। সে হয়তোবা জানেই না এই জনসমূদ্রে যে চেনা মানুষটি তাকে আমন্ত্রণ জানয়েছিল, সেই আজ সব থেকে অচেনা।

শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্টের সামনের শিশুটিকে ফেলে চলে যান তার সৌদি ফেরত মা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সামাজিক অবস্থানের কথা চিন্তা করে শিশু সন্তানকে ফেলে রেখে গেছেন ওই নারী।

তবে, দেশের প্রায় সব গণমাধ্যমে ছবিসহ এ খবর প্রকাশের একদিন পরও মেলেনি শিশুটির মায়ের খোঁজ।

ঢাকা মেডিকেলের পরিচালক জানান, শিশুটির শারিরিক অবস্থা সন্তোসজনক, একটু ঠান্ডার সমস্যা ছাড়া অন্য কোন সমস্যা নেই। বলেন, শিশুটির সু-চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানুষের জীবন কখনো সুখের কখোনো দুখের চাদরে ঘেরা, এর জন্য দায়ী মানুষের কর্ম। এখন প্রশ্ন হচ্ছে এই অবুঝ শিশুটির আজ এই অবস্থার জন্য দায়ী করবেন কাকে? শিশুটির ভাগ্য না মনুষ্য সৃষ্টি এই সমাজ ব্যবস্থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102