ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম

সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৪ বার পঠিত

রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শিউলি আক্তার (৩৬)। বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বোন শাহনাজ বেগম জানান, তার বোন একটি এনজিওতে চাকরি করতেন। সায়েদাবাদ এলাকায় সমিতির টাকা কালেকশনে করতে গিয়েছিলেন তিনি। পরে একটি বাসা থেকে কালেকশন করে বের হওয়ার সময় ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে ইট পড়ে গুরুতর আহত হন শিউলি আক্তার।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

শিউলি আক্তারের গ্রামের বাড়ি বিক্রমপুরে। বর্তমানে সায়েদাবাদের আর কে চৌধুরী গলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলের জননী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102