ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম

রাজধানীতে দুই নারী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৮ বার পঠিত

রাজধানীর নিউমার্কেট ও সবুজবাগ এলাকায় পৃথক ঘটনায় দুই নারী হত্যার ঘটনা ঘটেছে। আজ সকালে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, রাজধানীর সবুজবাগ থানাধীন ব্যাংক কলোনি দক্ষিণগাঁও বাসা নং ৯২/ ১ এর তৃতীয় তলায় দক্ষিণ-পূর্ব পাশের দরজার সামনে থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক ( এস আই) প্রিয়তোষ চন্দ্র দত্ত তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১০ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আমরা খবর পেয়ে সবুজবাগ ব্যাংক কলোনি দক্ষিণগাঁও বাসা নং৯২/১ এর তৃতীয় তলার দক্ষিণ ও পূর্ব পাশের দরজার সামনে থেকে একটি পুরাতন কাঁথা লাল ও হলুদ রং এর কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তার দুই চোয়ালের ধারালো চাকু দিয়ে মাংস কাটা অবস্থায় ও দাঁত বের হয়ে গেছে। গলার ডান পাশে তিন ইঞ্চি কাটা ছিল। বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102