করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্য শিক্ষক এসএম মহসীন। রোববার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন এসএম মহসীন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিলো।
আক্রান্ত হওয়ার আগে তিনি পাবনায় অন্তরাত্মা নামে ছবির শুটিং করেছেন। শুটিং শেষে ঢাকা ফেরার কিছুদিন পরই তার করোনা সংক্রমনের বিষয়টি জানা যায়।
প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন নাট্যজন এসএম মহসীন। নাটকে গুরুত্বপূর্ন অবদানের জন্য ২০২০ সালে তিনি একুশে পদক পান।