বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে সাদা পোশাকে তুলে নেয়ার পর রাজধানী শাহবাগের একটি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ দুপুরে তাকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এ তথ্য জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ।
এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খাঁন এক বিবৃতিতে অভিযোগ করেছিলেন, গত রাত আনুমানিক রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকরাম হোসেনকে ৭-৮ জন সাদা পোশাকধারী তুলে নিয়ে গিয়েছে। আমরা অতিসত্ত্বর সুস্থ-স্বাভাবিক অবস্থায় তাকে ফেরত চাই।