চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হন ৪৯ হাজার ৭২৫ জন।
আজ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যান ২৬ জন, ১১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ১০ দিনে মারা যান ৬৩ জন এবং ২১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মারা যান ৪৪ জন। এপ্রিলের ২৮ দিনেই মারা যান ১৩৩ জন। গত ২৫ এপ্রিল একদিনেই আক্রান্ত হয়ে মারা যান ১১ জন, ১১ এপ্রিল একদিনে মারা যান ৯ জন, সর্বশেষ গত বৃহস্পতিবার মারা যান ৮ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৯ জন এবং উপজেলায় ৪১ জন। অতএব আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।