ads
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

রাজধানীতে দুই সড়ক দুর্ঘটনা, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৪০ বার পঠিত

রাজধানীর ভাটারা নতুন বাজার ও যাত্রাবাড়ী কাজলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হন দুজন। গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

বাড্ডা নতুন বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের নাম আল-আমিন হোসেন।

তিনি শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ইব্রাহিমের ছেলে। আর যাত্রাবাড়ী কাজলায় নিহতের নাম জিয়াউর রহমান (৪২)। তাদের বাড়ি ফরিদপুর আলফাডাঙ্গায়।

বাড্ডা নতুন বাজারে নিহত আল-আমিনের বন্ধু মো. রাব্বি জানান, দুই ভাইয়ের মধ্যে বড় আল-আমিন পরিবারের সঙ্গে দক্ষিণ বাড্ডা বাঁশতলা মসজিদ এলাকায় থাকতেন। শুক্রবার দিবাগত রাতে নিজের মোটরসাইকেলে আরেক বন্ধু রাকিবকে (২১) সঙ্গে নিয়ে ঘুরতে বের হন। রাত ১২টার দিকে নতুনবাজারে সড়ক দুর্ঘটনায় আহত হন তাঁরা। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। আহত রাকিব চিকিৎসাধীন।

এদিকে যাত্রাবাড়ী কাজলা সড়ক দুর্ঘটনায় নিহত হন জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের ছোট ভাই মো. ইমরান খান জানান, দুই সন্তান নিয়ে শনির আখড়ায় থাকতেন জিয়াউর। বায়তুল মোকাররম মার্কেটে একটি জুয়েলার্সে সেলসম্যান হিসেবে কাজ করতেন তিনি। শুক্রবার দিবাগত রাতে তিনি এবং তাঁর নারী সহকর্মী কাজী সুফিয়া (৪৫) রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে একটি প্রাইভেট কার তাঁদের ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। পথচারীরা তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে জিয়াউরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে সুফিয়ার আঘাত গুরুতর নয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শন মো. বাচ্চু মিয়া দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, আল-আমিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর পরিবারের আবেদনে জিয়াউরের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102