আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে বার বার দ্বন্দ্ব-সংঘাতে জড়াচ্ছে ছাত্রলীগের দুপক্ষ। পরিস্থিতি এতটাই বেগতিক যে, মেডিকেলের ছাত্র রাজনীতির অভ্যন্তরীণ কোন্দলে যোগ দিচ্ছে বহিরাগতরাও। যার নেতিবাচক প্রভাব পড়ছে, হাসপাতালের সেবা কার্যক্রমে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেলে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুপক্ষ। যাতে হামলার অভিযোগ আনেন ইন্টার্ন চিকিৎসকরা। এর জেরে পরদিনই কর্মবিরতিতে যান তারা।
দুপক্ষের মধ্যে ইন্টার্ন চিকিৎসকরাসহ একপক্ষ সাবেক মেয়র আ জ ম নাছির আর আরেকপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারি হিসেবে পরিচিত। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন ঘন দ্বন্দ্ব-সংঘাতে জড়ায় দুটি পক্ষ।
পক্ষ দুটির হয়ে পাল্টপাল্টি বিবৃতি দিয়েছে নগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ। যা উত্তেজনায় যোগ করেছে বাড়তি মাত্রা।
সংগঠনটির অভ্যন্তরীণ এই দ্বন্দ্বের নেতিবাচক প্রভাব পড়ছে হাসপাতালে। কেননা, যেকোন সংঘাত হলেই ইন্টার্ন চিকিৎসকরা যাচ্ছেন কর্মবিরতিতে। ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।
এবারের বিরোধও গড়িয়েছে মামলা পর্যন্ত। এতে দুটি পক্ষই অভিযোগ দিয়েছে থানায়।