ঢাকাতে কালবৈশাখী আঘাত হেনেছে। রোববার (২ মে) সন্ধ্যায় বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর ওপর দিয়ে।
জানা গেছে, ঢাকায় তীব্র ঝড় শুরু হয়েছে। থেমে থেমে তীব্র গতিতে বইছে বাতাস। সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তবে অনেক এলাকায় গাছ ভেঙে পড়েছে। অন্যদিকে গত কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছিল। অবশেষে স্বস্তির এ বৃষ্টির দেখা মিলল। কিন্তু বৃষ্টির চেয়ে দমকা হাওয়াই বেশি বয়ে যাচ্ছে।
এদিকে দুপুর থেকে দেশের পশ্চিম অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ময়মনসিংহ বিভাগসহ খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিন ঢাকা গণমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যার দিকে ঢাকায় আঘাত হানতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়।