হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে বেগম জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়।
গত মঙ্গলবার রাতে কিছু পরীক্ষা করানোর জন্য গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। পরে সিটি-স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের ৭২০৪ নম্বর কেবিনে তিনি ভর্তি হন। এর আগে গত ১৪ এপ্রিল সিটি-স্ক্যান করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে আনা হয়েছিলো।