ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোটের টাকা নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

টলিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিজেপি’র টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলে আক্রমণাত্মক টুইট করেছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত। এমনকি, নির্বাচনের টাকায় ‘উৎসব’ করে বেড়াচ্ছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করেন তিনি।

জবাবে নায়িকা বলেন, ‘আপনার কাছে কী প্রমাণ আছে, আমরা ভোটের টাকায় উৎসব করে বেড়িয়েছি! যদি থাকে, তা হলে প্রমাণ দিয়ে তবেই কথা বলুন।’

ভোটের কয়েকদিন আগে তৃণমূলের প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীর নৌকা বিহারের ঘটনা নিয়েই বিতর্কের সূত্রপাত। মঙ্গলবার (৪ মে) সকালে সেই ঘটনার প্রসঙ্গ টেনে বেশ কয়েকটি টুইট করেছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত। সেখানে পায়েল, শ্রাবন্তী তনুশ্রীদের ‘নগরীর নটী’ বলেও বিদ্রুপ করেন তিনি।

পরে এ ব্যাপারে তারই দলের প্রার্থী শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘উনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে আছেন। ওনার কথা শুনেছি। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে ওনার বিষয়টি জেনে নেওয়া উচিত ছিল।’

শ্রাবন্তী বলেন, ‘উনি বলেছেন, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি। উৎসব করেছি। এই মন্তব্যের কোনও প্রমাণ কি ওনার কাছে আছে? যদি থাকে তবে তা দয়া করে সামনে আনুন। তারপর অভিযোগ করুন।’

প্রসঙ্গত, মদনের সঙ্গে পায়েল-শ্রাবন্তীদের নৌকাবিহার নিয়ে তথাগত টুইটারে লিখেছিলেন, ‘নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে উৎসব করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনইবা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কী’?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102