ইচ্ছে থাকলেও করোনা আক্রান্তদের পাশে থাকতে পারছেন না টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে করোনার সঙ্গে লড়াইয়ে নেমেছেন তিনি। রোগীদের অক্সিজেন, হাসপাতালে বেড থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন। এবার রক্ত দিয়েছেন স্বস্তিকা।
নিজের ফেসুবকে সে ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘কথা তো অনেক দিলেন, এবার একটু রক্ত দিন। আর সঙ্গে বন্ধু বান্ধবীদেরও নিয়ে যান। আমি আমার কাজ করছি। হ্যা এটা আমার এবং আপনারও কাজ। কারণ আমরা বাঁচব আমাদের সহযোগিতায়। কেউ না কেউ কাউকে বাঁচাচ্ছেন। জীবন বাঁচাতে কাউকে পাশে থাকতেই হবে।’
শুধু স্বস্তিকাই নন, করোনার সঙ্গে লড়াইয়ে নেমেছেন সৃজিত মুখার্জি, পরমব্রত, অনুপমসহ অনেকে। আর প্লাজমা দানের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথের দিন নিজের ফেসবুকে স্যান্ডেলের ছবি প্রকাশ করে ট্রলের মুখে পড়েছিলেন স্বস্তিকা। অভিনেত্রীর রাজনৈতিক মতাদর্শ নিয়েও কটাক্ষ করেছেন অনেকে।