ads
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর মহানুভবতায়ই কারাগারের বাইরে খালেদার ঈদ: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১৯ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি, তার ঈদ করার কথা ছিল কারাগারে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে শাস্তি স্থগিত রেখে কারাগার থেকে মুক্তি দেওয়ায় হাসপাতালে ঈদ করতে পেরেছেন খালেদা জিয়া। এজন্য বিএনপির উচিত আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়া। শনিবার (১৫ মে) নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ।

গতকাল শুক্রবার ঈদের দিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলেন, ‘একদিকে ভয়াবহ করোনা, অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার-নির্যাতনের কারণে ঈদ উদযাপিত হচ্ছে অত্যন্ত কষ্টের মধ্যে, দুঃসময়ের মধ্যে।

মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, পবিত্র ঈদের দিনও বিএনপি মহাসচিব হীন রাজনৈতিক বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারেননি৷ বিএনপি বিষোদগারের রাজনীতিটা অব্যাহত রেখেছেন৷ অত্যন্ত ঈদের দিনে বিষোদগারের, দোষারোপের রাজনীতি থেকে বিরত থাকা উচিত ছিল৷

তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের সঠিক নীতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে৷ পার্শ্ববর্তী দেশ ভারত, নেপালের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটাই ভালো৷

মির্জা ফখরুলের উদ্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির ১২ বছর ধরে তাদের ঈদ নেই৷ তারা আসলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন৷ কারণ, খালেদা জিয়ার যে মিথ্যা জন্মদিন এতো পালন করেছেন, তা তো ফাঁস হয়ে গেছে করোনা টেস্টের রিপোর্টে৷ এজন্য তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন৷ গত ১২ বছরে বাংলাদেশের মানুষ আনন্দ-উল্লাসে ঈদ উদযাপন করেছে, তা অভাবনীয়৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102