ads
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

নোবেলের আর কোনো গান রেকর্ড করবে না সাউন্ডটেক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৪ বার পঠিত

উপমহাদেশের অন্যতম গায়ক নগরবাউল জেমসসহ বেশ কয়কজন খ্যাতিমান সঙ্গীতজ্ঞকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন ভারতের জি-বাংলা টিভির একটি অনুষ্ঠান থেকে উঠে আসা গায়ক নোবেল।

এই স্ট্যাটাসগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা শুরু হলে নোবেল দাবি করেন, তার আইডি হ্যাক হয়েছে। পরে তার উদ্ধার হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এর মধ্যেই দেশের অন্যতম রেকর্ডিং লেভেল সাউন্ডটেকের সাথে নোবেলের চুক্তি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উনাকে (নোবেল) কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।’

প্রসঙ্গত, এর আগে সাউন্ডটেকের ব্যানারে ‘অসহায়’ ও ‘অভিনয়’ শিরোনামে নোবেলের দু’টি গান প্রকাশ হয়েছিল। আরও একটি গান প্রকাশের কথা ছিল সাউন্ডটেকের ব্যানারে।

এছাড়া এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চলতি বছর আরও ১২টি গান করার কথা ছিল, কিন্তু চুক্তি বাতিল করে দেওয়ায় তার আর সম্ভাবনা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102