চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ওয়াসিম ও আনোয়ার নামে আরো দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুইজনই মিতু হত্যার পুরোনো মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
রবিবার (১৬ মে) মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত এই নির্দেশ দেন।
এর আগে, মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আকতার ও সাইদুল ইসলাম শিকদার সাকুকে গ্রেপ্তার করে পুলিশ। বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে মিতুকে হত্যার অভিযোগ তুলে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের বিরুদ্ধে গত ১২ মে পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর নগরীর জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।